যোগাযোগের জন্য-
বাই রোড:- ভ্যান, সাইকেল, মটর সাইকেল,
নদী পথ :- ট্রলার, নৌকা এবং অন্যান্য কৌশলে যাতায়াত করা যায়।
বাগেরহাট থেকে গিলাতলা বাজার হয়ে কালিগঞ্জ নদী পার হয়ে মটর সাইকেল এবং ভ্যানযোগে ভোজপাতিয়া ইউনিয়নে আসা যায়।
মোংলা থেকে মটরসাইকেল অথবা টমটম যোগে ডেউয়াতলা বাজার হয়ে আসা যায় ।
রামপাল উপজেলার সবথেকে ছোট ইউনিয়ন হচ্ছে আমাদের ভোজপাতিয়া ইউনিয়ন। এখানে জনসংখ্যা অনেক কম, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। আমাদের ইউনিয়নে কার্পেটিং
কোন রাস্তা নাই, ইটের সোলিং। আমাদের চলা ফেরার জন্য ভ্যানযোগে এবং মটরসাইকেলে যোগে আসা যাওয়া করতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS